আখাউড়ায় ইজিবাইক ছিনতাইকালে আটক ২

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রীবেশে ইজিবাইক ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) আখাউড়া উপজেলার মনিয়ন্দ বিজিবি ক্যাম্প সংলগ্ন কুচিয়ামুড়ি এলাকায় তাদের আটক করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন কসবা উপজেলার অনন্তপুর গ্রামের শেখ হানিছ মিয়ার ছেলে শেখ ধন মিয়া প্রকাশ রনি (২২) এবং একই উপজেলার কাঞ্চনমুড়ি গ্রামের রমজান পাঠানের ছেলে ইমন পাঠান প্রকাশ নিরব (২২)।

ইজিবাইক চালক ইয়ামিন জানান, ওই দুই যুবক যাত্রীবেশে তার ইজিবাইকে ওঠে। পরে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরিয়ে কুচিয়ামুড়ি কবরস্থানের কাছে নির্জন স্থানে নিয়ে আসে। এসময় ওই যুবকরা অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইকটি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। ইজিবাইক চালক চিৎকার শুরু করলে স্থানীয়রা ওই দুজনকে আটক করে। এসময় তাদের তল্লাশি করে ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃতরা অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply