প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিচ্ছেন ট্রাম্প?

|

শেষ হলো ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ভোটগণনাও শেষের পথে। জয় পেতে ইলেক্টোরাল কলেজ ভোটের ম্যাজিক ফিগার ২৭০ অতিক্রম করেছেন ট্রাম্প। এর ফলে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসতে চলেছেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর থেকেই তার শপথ গ্রহণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন, তিনি কবে শপথ নেবেন।

জয় নিশ্চিত হবার পর এক ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি ‘অসাধারণ বিজয়’ পেয়েছেন। তার দ্বিতীয় শাসনামল হবে ‘আমেরিকার স্বর্ণযুগ’। রিপাবলিকান এই নেতা আরও বলেন, এটি আমেরিকার জনগণের জন্য একটি বিশাল বিজয়, যা আবারও আমেরিকাকে মহান করে তুলতে সাহায্য করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের চিরাচরিত নিয়ম অনু্যায়ী নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। সেইসাথে পরের বছরের জানুয়ারি মাসের ২০ তারিখে শপথ নেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট। তাই নিয়ম অনুযায়ী ২০২৫ সালের ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম ও নিজের শেষ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনী প্রক্রিয়া, আইনি ব্যবস্থা, এবং প্রশাসনিক প্রস্তুতির জন্য প্রেসিডেন্ট নির্বাচন ও শপথ গ্রহণের মাঝে কিছুটা সময়ের ব্যবধান রাখা হয়, যা নতুন সরকারের ক্ষমতা গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ১৮৪৫ সাল থেকে এই রীতি অনুসরণ করা হচ্ছে। সে সময় থেকেই নভেম্বরের প্রথম মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন এবং জানুয়ারির ২০ তারিখে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়ে আসছে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply