বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে যুক্তরাজ্য সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সারাহ কুক। এ সময় তিনি এ আশ্বাস দেন।
ঘণ্টাব্যাপী এ সাক্ষাতে বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সারাহ কুক বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে নিবিড়ভাবে কাজ করতে চায় যুক্তরাজ্য। এনিয়ে প্রধান বিচারপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
এর আগে, গতকাল বুধবারও ব্রিটিশ কাউন্সিলের এক অনুষ্ঠানে সারাহ কুক জানান, একটি অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য।
এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঞা উপস্থিত ছিলেন।
/এমএইচ
Leave a reply