নিজেদের অপকর্মের কারণে আ. লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে: দুলু

|

সিনিয়র করেসপনডেন্ট, রংপুর:

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, নিজেদের কর্মফলের কারণেই ৭৫ সালের ১৫ আগস্ট অনিবার্য হয়ে উঠেছিল। একইসাথে ৭ নভেম্বর এবং ঠিক সেভাবেই অনিবার্য হয়ে উঠেছিল গত ৫ই আগস্ট। এসময়, নিজেদের অপকর্মের কারণে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ শহীদ মিনার মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

দুলু বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশকে গণতন্ত্রের বদলে স্বৈরতন্ত্র উপহার দিয়ে পুরো জাতিকে বিভক্ত করেছে। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে আওয়ামী লীগকে আবারও নিশ্চিহ্ন করা হয়েছে। নতুন বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রভাগে বিএনপি থাকবে বলেও জানান তিনি।

জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম বলেন, যখনই বিপদে পড়েছে বাংলাদেশ তখনই বাংলাদেশকে জিয়া পরিবার উদ্ধার করেছে। এখন আমাদের প্রয়োজন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply