স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:
ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় তরুয়ার নামে পটুয়াখালীর ঝাউবাগান চত্ত্বরের নাম ‘হৃদয় তরুয়া চত্ত্বর’ হিসেবে নামকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।
এসময় প্রশাসনের কর্মকর্তাসহ হৃদয় তরুয়ার বাবা রতন তরুয়া এবং ৫ই আগষ্টে আন্দোলনের সম্মুখভাগে থাকা পটুয়াখালীর শিক্ষার্থী সাগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থী সাগর জানান, সকল শহীদদের প্রতীক হিসেবে আমরা তাদের স্মরণ করতে ঝাউবাগানের এই চত্ত্বরকে হৃদয় তরুয়া চত্ত্বর ঘোষণা করলাম। সকল রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের কাছে আহ্বান, হৃদয় তরুয়ার আত্মার শান্তি কামনায় এবং তার স্মৃতি ধারণ করতে অন্তত এই চত্বরে যেন কেউ কোনো ধরনের পোষ্টার-ব্যানার বা ফেষ্টুন না লাগায়।
/এমএইচ
Leave a reply