কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার রশিদনগর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রামুর রশিদনগর ইউনিয়নের মোহাম্মদ ওয়াহিদ (২৫) ও মোহাম্মদ হোসেন (২০)।
স্থানীয় ইউপি সদস্য পুতু জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে ঈদগাহ থেকে মোটরসাইকেলযোগে রামুর রশিদ নগরের কাহাতিয়া পাড়ায় বাড়ি ফিরছিলেন ওয়াহিদ ও মুহাম্মদ হোসেন। পথিমধ্যে রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ঢাকা থেকে আসা রেলের সামনে পড়ে গেলে ধাক্কায় বেশকিছু দূরে গিয়ে ছিটকে পড়ে তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পারাপারের ওই জায়গায় কোনো গেট না থাকায় মোটরসাইকেল আরোহী যুবকরা অসতর্কতাবশত রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন তিনি।
ঘটনাস্থলে থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানে হয়েছে বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী।
/এমএইচআর
Leave a reply