পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। আহত আরোহীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের ঈশ্বরদীর আজমপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, আশিক রহমান (১৭), শাকিব হাসান (১৬) ও ফাহাদ। তাদের সবার বাড়ি জেলার বনগ্রাম এলাকায়। তারা সবাই শিক্ষার্থী। পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসাান জানান, পাবনার বনগ্রাম থেকে পাকশী বেড়াতে যান কয়েকজন বন্ধু। সেখান থেকে ফেরার পথে হাইওয়ের আজমপুর এলাকায় পৌছালে কাভার্ডভ্যানের সাথে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় আরও দুইজন।
আহত দুজনকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় ফাহাদ নামের আরও একজনের মৃত্যু হয়।
/এমএইচআর
Leave a reply