মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মীমকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। রংপুরের পীরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) তাকে সন্ধ্যায় মানিকগঞ্জ আদালতে তোলা হয়। পরে আদালত থেকে কারাগারে নিতে প্রিজন ভ্যানে তোলার সময় তাকে গণপিটুনি দেন স্থানীয়রা।
সন্ধ্যায় মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে মীমকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠানো হয়।
জুলাই ছাত্র আন্দোলনে হামলা ও বিএনপি অফিসে আগুন দেয়ার মামলায় ছাত্রলীগ নেতাকে মীমকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে মানিকগঞ্জে এনে আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
/এনকে
Leave a reply