পঞ্চগড়ে গত ৫ আগস্ট আহত আহমদিয়া কিশোরের মৃত্যু

|

পঞ্চগড় করেসপনডেন্ট:

গত ৩ মাস অসুস্থ থাকার পর মারা গেছেন গত ৫ আগস্ট আহত পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের তরুণ শাহরিয়ার রাকিন। শুক্রবার (৮ নভেম্বর) সকালে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে মারা যান তিনি।

রাকিন এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে আহমদিয়া সম্প্রদায়ের বহিঃসম্পর্ক, গণসংযোগ, প্রেস ও মিডিয়া সম্পাদক আহমদ তবশির চৌধুরি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ আগস্ট সরকার পতনের পর পঞ্চগড়ের আহম্মদনগর এলাকার আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার ঘটনা ঘটে। এ সময় জনতার আক্রমণে আহত হয় সম্প্রদায়টির অন্তত ২০ সদস্য। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গুরুতর আহত হয়েছিলেন ওই এলাকার আব্দুল ওহাবের ছোট ছেলে শাহরিয়ার রাকিন। মাথায় গুরুতর জখম রাকিনকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সবশেষ ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে প্রায় ৩ মাস চিকিৎসাধীন থাকেন তিনি। একপর্যায়ে শুক্রবার সকালে যারা যান রাকিন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আহমদিয়া সম্প্রদায় একই সাথে এ ঘটনায় নিন্দা ও বিচার দাবি করেছে তারা।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply