চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু হয়েছে। ফ্লাইওভারটিতে এটিই প্রথম কোনো দুর্ঘটনা।
শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ইপিজেড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নগরীর ইপিজেড থানার অফিসার ইনচার্জ মো: আখতারুজ্জামান ঘটনার বিষয়ে বলেন, মোটরসাইকেলটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্ত থেকে লালখান বাজারের উদ্দেশে যাচ্ছিলো। ধারনা করা হচ্ছে, মোটরসাইকেলটি যখন ফ্লাইওভারের ফ্রী পোর্ট এলাকায় বাঁক নেয় তখনই এই দুর্ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেলে থাকা ২ জনের মধ্যে ১ জন ফ্লাইওভারটির বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে যায়। অপরজন ফ্লাইওভারে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ২ জনকে উদ্ধার করে।
মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নিহতের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
/এমএইচ
Leave a reply