কক্সবাজার করেসপনডেন্ট:
বঙ্গোপসাগরে জলদস্যুদের হাতে অপহরণের তিনদিনেও খোঁজ মেলেনি কুতুবদিয়ার ১৯ জেলের। পরিবারে চলছে কান্না আহাজারি।অপহৃতদের দ্রুত ফেরত আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এর আগে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোররাতে দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে চট্টগ্রামের বাশখালীর ইসমাইল কোম্পানির ‘এফ বি আল্লাহর দয়া’ নামের ট্রলারে মাছ ধরার সময় জলদস্যুদের হামলার শিকার হয়। দস্যুদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করতে চান মাঝি। দস্যুরা ট্রলারটি লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকলে ট্রলারের মাঝি গুলিবিদ্ধ হয়। পরে ডাকাতি করতে আসা ট্রলারে মাঝিকে তুলে দেয় জলদস্যুরা।
একপর্যায়ে মাঝি গুলিবিদ্ধ হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ দেখে জয়নাল নামের এক জেলে কৌশলে ওই ট্রলারে লাফ দেয়। এ সময় ট্রলারে থাকা ১৯ জেলেসহ ট্রলারটি নিয়ে যায় জলদস্যুরা। পরে জয়নাল ট্রলারটি চালিয়ে মাঝিকে নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় মাঝি মোকাররম হোসাইন মারা যান। তবে ১৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দলদস্যুরা।
এ বিষয়ে কুতুবদিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা জানিয়েছেন, ১৯ জেলেকে উদ্ধারের ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক হয়েছে। চেষ্টা চলছে দ্রুত উদ্ধারের জন্য।
/এনকে
Leave a reply