রাজধানীর মিরপুরের ১০ নম্বরের ‘রোজ হ্যাভেন রেসিডেন্সিয়াল’ নামের এক হোটেলে আকবর আলী মণ্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি ভারতের মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বেড়াতে এসেছিলেন।
শনিবার (৯ নভেম্বর) ভোর চারটার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আকবর আলী ভারতের মুর্শিদাবাদের ডোমকল থানার কাটা কোপরা গ্রামের আমির উদ্দিন মণ্ডলের ছেলে।
নিহতের বন্ধু ফারজু মণ্ডল জানান, শুক্রবার (৮ নভেম্বর) আকবর আলীসহ আমরা কয়েকজন বন্ধু মিলে বাংলাদেশে ঘুরতে আসি। সন্ধ্যা সাতটায় মিরপুর ১০ নম্বরের রোজ হেভেন রেসিডেন্সিয়াল হোটেলে রাত্রিযাপন করি। রাতে ঘুমের মধ্যে আকবর আলী হঠাৎ চিৎকার করে অচেতন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে প্রথমে তাকে মিরপুর-২ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, ভোর চারটার দিকে ওই ভারতীয় নাগরিকে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
/এনকে
Leave a reply