বোর্ডের ম্যারাথন প্রশ্নের মুখে রোহিত-গম্ভীর

|

নিউজিল্যান্ডের সাথে কী হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের? উড়তে থাকা ভারতীয় দলকে এভাবে কেন টেনে একদম মাটিতে নামালো কিউইরা? এসব প্রশ্ন পর পর তিনটা টেস্ট হারার পর থেকেই চলছে। কিন্তু এসব উত্তর দেবেটা কে? নিশ্চয়ই কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা আর প্রধান নির্বাচক অজিত আগারকার।

হ্যাঁ, তারাই দিয়েছেন। বোর্ডের সামনে রীতিমত কাঠগড়ার তোলা হয় তাদের। তাও এক ঘণ্টা-দু’ঘণ্টা নয়, টানা ছয় ঘণ্টা চলে আলোচনা। কোচ-অধিনায়কের বিপরীতে বসেছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি আর সচিব জয় শাহ।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ম্যারাথন বৈঠকে কোচ এবং অধিনায়ককে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। রাহুল দ্রাবিড় দলটাকে যেভাবে এক সুতায় গেঁথে সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন, সেই ধারায় ছন্দপতন কেন, জানতে চাওয়া হয় দু’জনের কাছে। সহ-অধিনায়ক হয়েও শেষ টেস্টে কেন বিশ্রাম দেয়া হলো জসপ্রীত বুমরাহকে, প্রশ্ন করা হয় সেটাও। জিজ্ঞেস করা হয়, পুনেতে টার্নিং পিচে ধরাশায়ী হওয়ার পরেও কেন স্পিন সহায়ক পিচ তৈরির সিদ্ধান্ত নেওয়া হল?

পিটিআই’র বরাতে জানা গেছে, মুম্বাই টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে মোটেই সন্তুষ্ট হতে পারেননি বোর্ডের কর্তারা। সেটা তারা স্পষ্ট করে জানিয়েছেনও। নীতিশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানার মতো ক্রিকেটার রঞ্জি ট্রফিতে মাত্র দশ ম্যাচ খেলে কীভাবে টেস্ট দলে ঢোকেন, তা নিয়েও প্রশ্নের মুখোমুখি করা হয় কোচ-অধিনায়ক-নির্বাচককে।

বৈঠকে নির্বাচক কমিটির চেয়ারম্যান, কোচ এবং অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, এই ব্যর্থতার ধাক্কা সামলে কীভাবে দল ঘুরে দাঁড়াতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে। খুব শিগগিরই আবার কীভাবে দলকে জয়ের ধারায় ফেরানো যায়, সেটা নিয়েও বিস্তর কথা হয়েছে।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply