ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠনের আহ্বান মাহমুদুর রহমানের

|

ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে দেশে একটি বিপ্লবী সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।

মাহমুদুর রহমান বলেন, যেদিন স্বৈরাচারী শেখ হাসিনা চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছেন সেই দিনই সংবিধান নষ্ট হয়ে গেছে। একজন রাষ্ট্রপতি যখন বলে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন, আবার পরবর্তীতে তিনি বলেন, তার পদত্যাগ পত্র তার কাছে নাই বা তিনি পান নাই । যে এত বড় মিথ্যা কথা বলতে পারে, তাহলে সে সংবিধান লংঙ্ঘন করেছেন এবং তার শপথ ভঙ্গ করেছেন। ওই চেয়ারে তার থাকার আর কোনও বৈধতা নেই।

মাহমুদুর রহমান বলেন, ফ‍্যাসিবাদীরা এখনও ষড়যন্ত্র করছে। তাই জাতীয় ঐক‍্যের বিকল্প নেই। আবারও রাষ্ট্রপতিশাসিত সরকারে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের দাবিও তোলেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply