সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতক্ষণ পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন না হবে, নির্বাচিত সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে পাহারার ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগের কোনও সন্ত্রাসী, মাস্তান বা ফ্যাসীবাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গার হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেস্টার মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এরপর থেকেই আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশকে অশান্ত করার হুমকি দিয়ে যাচ্ছে। তাদের গতিবিধি ও ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
/এনকে
Leave a reply