তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ২৫৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। শনিবার (৯ নভেম্বর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান আসে শান্তর ব্যাটে।
ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকে দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য। দলীয় ২৮ ও ব্যক্তিগত ২২ রানে গজানফরের বলে নবির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তামিম। এরপর অধিনায়ক শান্তকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন সৌম্য।
ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে রশিদ খানের লেগ বিফোরের শিকার হন সৌম্য সরকার। আউট হবার আগে তিনি করেন ৩৫ রান। দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরলে নতুন জুটি গড়েন শান্ত-মিরাজ। মেহেদী মিরাজকে ফিরিয়ে দিয়ে দুজনের ৫৩ রানের জুটি ভাঙেন রশিদ খান। ব্যক্তিগত ২২ রানে লেগ বিফোরের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহর ব্যাটও হাসেনি এদিন। দুজনকেই সাজঘরের পথ দেখান নাঙ্গেলিয়া খারোতে। আউট হবার আগে করেন যথাক্রমে ১১ ও ৩ রান।
একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যেতে থাকেন অধিনায়ক শান্ত। তবে ক্যারিয়ারের নবম অর্ধশতককে তিন অঙ্কে পৌঁছাতে পারেননি তিনি। ব্যক্তিগত ৭৬ রানে খারোতের বলে নবির হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন শান্ত।
শেষদিকে নাসুম আহমেদ খেলেন ২৪ বলে ২৫ রানের ইনিংস। এছাড়া অভিষিক্ত জাকের আলীর ব্যাটে আসে ৩৭ রান। শেষ পর্যন্ত ২৫২ রানে থামে বাংলাদেশ।
আফগানিস্তানের পক্ষে ২৮ রানের খরচায় ৩টি উইকেট তুলে নেন নাঙ্গেলিয়া খারোতে। এছাড়া ২টি করে উইকেট পান রশিদ খান ও গজানফর।
/এমএইচআর
Leave a reply