এলো জিমি অ্যান্ডারসনের অটোবায়োগ্রাফি ‘ফাইন্ডিং দ্য এজ’

|

ক্রিকেটেই তার জীবনের ধ্যান-জ্ঞান, একথা নিঃসন্দেহে বলা যায়। কারণ প্রায় ২১ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ড ক্রিকেট দলকে দিয়েছেন অনেক কিছু। নিজের অর্জনের ঝুলিও বেশ ভারি। বলছি, জিমি অ্যান্ডারসনের কথা। এবার এলো সেই গ্রেট ক্রিকেটার অটোবায়েগ্রাফি ‘ফাইন্ডিং দ্য এজ’।

অটোবায়োগ্রাফি হাতে জিমি

বইটিতে অকপটে অনেক কথা বলেছেন জিমি। তার ছোটবেলায় বার্নলি ক্রিকেট ক্লাবের গল্প উঠে এসেছে। ২০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তার ডেব্যু নিয়েও কথা বলেছেন।

বইটিতে জিমি সততার সঙ্গে অনেক না বলা গল্প জানিয়েছেন। কিছু কথায় নিজের মজার চারিত্রিক বৈশিষ্ট্যও ফুটে উঠেছে। যেগুলো পাঠকদের ভালো লাগবে।

হার্ডব্যাক ফরমেটের এই বইটিতে রয়েছে ৩৩৬ পৃষ্ঠা। ৭ নভেম্বর প্রকাশিত বইটির প্রকাশক বনিয়ার বুকস লিমিটেড।

৪২ বছর বয়সী এই পেসার আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বলেও বলছেন না। এবার তার মিশন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। এবারের মেগা নিলামে থাকছে এই সুইং মাস্টারের নাম।

এ পর্যন্ত ১৮৮ টেস্ট খেলে ৭০৪ উইকেট নিয়েছেন জিমি। আর ১৯৪ ওডিআইতে তার উইকেট সংখ্যা ২৬৯। মাত্র ১৯ টি-টোয়েন্টি খেলা এই পেসারের ঝুলিতে আছে ১৮ উইকেট।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply