শিশু মুনতাহাকে হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন, আটক ৩ নারী

|

সিলেটের কানাইঘাটে নিখোঁজের সাত দিন পর গলায় রশি পেঁচানো অবস্থায় শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১০ নভেম্বর) ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধা আলিজানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্দ জনতা। এরইমধ্যে ওই বৃদ্ধা ও তার মেয়েসহ তিনজন প্রতিবেশী নারীকে আটক করা হয়েছে।

নিহত মুনতাহা উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আওয়াল জানান, মুনতাহার বাড়ির পাশেই বৃদ্ধা আলিজান বসবাস করতো। শিশুটিকে অপহরণের পর সে তাকে ড্রেনে ফেলে দেয়। আজ রোববার ভোরে ড্রেন থেকে তুলে শিশুটিকে মাটিচাপা দেয়ার সময় তাকে আটক করে এলাকাবাসী। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও জানা যায়নি। আটক তিন নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

মুনতাহা হত্যার ঘটনায় আটক তিন নারী

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু মুনতাহা। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে এ ঘটনায় শিশুটির বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশুটির সন্ধানে চেয়ে পোস্ট দেন অনেকে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply