শরীয়তপুর করেসপনডেন্ট:
শরীয়তপুরে কোর্টের হাজতখানার টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাওয়া আসামি রাজু মাল’কে এক ঘণ্টার মধ্যে আটক করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আটং এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে, তিনি দুপুর ৩টার দিকে হাজতখানার টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান।
আটক হওয়া রাজু মাল ডামুড্যা উপজেলার মাসুদপট্টি এলাকার মোকলেছুর রহমানের ছেলে। তাকে একটি চুরির মামলায় আটক করে পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকালে রাজু মালকে রিমান্ড শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শুনানি শেষে তাকে কোর্টের হাজতখানায় নিয়ে আসলে দুপুর ৩টার দিকে ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে এক ঘণ্টা পর তাকে আটক করে।
/এনকে
Leave a reply