প্রকাশিত হলো রাজু মহাজনের ‘ট্র্যাডিশনাল স্পোর্টস অ্যান্ড গেমস অব বাংলাদেশ’

|

প্রকাশিত হলো রাজু মহাজনের বই ‘ট্র্যাডিশনাল স্পোর্টস অ্যান্ড গেমস অব বাংলাদেশ’। শনিবার (৯ নভেম্বর) রাজধানী ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় বইটির প্রকাশনা আড্ডা।

‘আজব প্রকাশ’ থেকে পরিবেশিত বইটির এই প্রকাশনা আড্ডায় উপস্থিত থেকে নিজেদের বক্তব্য প্রকাশ করেন কবি তানবীর সাজিব, প্রকাশক সাব্বির হোসেন, প্রকাশক ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার এবং লেখক রাজু মহাজন। 

বইটিতে বাংলাদেশের গ্রাম-গঞ্জ-শহরে ছড়িয়ে থাকা ১২৮টি বাংলাদেশি খেলার বর্ণনা ও কৌশল লিপিবদ্ধ আছে। দশ বছরের বেশি সময় ধরে রাজু মহাজনের গবেষণার ফসল এই বই। ইংরেজিতে ছাপা বইটি দেশের পাশাপাশি বিশ্বজুড়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলার একটি দলিল হিসেবে গুরুত্ব পাবে বলে মত প্রকাশ করেন অনুষ্ঠানের বক্তারা।

বইটির প্রচ্ছদ করেছেন ফাতেমা ইসলাম সামিরা

‘ট্র্যাডিশনাল স্পোর্টস অ্যান্ড গেমস অব বাংলাদেশ’ বিশ্ববাজারে প্রকাশ করেছে নোরাহ গ্লোবাল মিডিয়া। বাংলাদেশ, ভারত ও নেপালের পরিবেশক হিসেবে রয়েছে আজব প্রকাশ। বইটি এখন পাওয়া যাচ্ছে সারাদেশে। আজব প্রকাশের ফেসবুক পেজের পাশাপাশি বিভিন্ন অনলাইন শপে পাঠকরা বইটি অর্ডার করতে পারবেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply