সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরে ব্যাটারিচালিত রিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে রাহুল ইসলাম নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের পটুয়াপাড়ার শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাহুল ইসলাম শহরের দক্ষিণ পটুয়াপাড়ার হোটেল ব্যবসায়ী বেলাল হোসেনের ছেলে। সে কালেক্টরেট স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, রাতে শহরতলীর দিঘাপতিয়া উত্তরা গণভবন এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে ফিরছিল রাহুল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত রিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রাহুল মোটরসাইকেল থেকে সড়কে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। রাজশাহীতে নেয়ার পথেই রাহুলের মৃত্যু হয়।
/এমএইচআর
Leave a reply