ব্যাংকিং খাতে বড় কোনো বিপদের শঙ্কা কেটেছে: গভর্নর

|

ব্যাংকিং খাতে বড় কোনো বিপদের শঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেছেন গভর্নর আহসান এইচ মনসুর। বললেন, ৩ মাসে কোনো টাকা ছাপানো হয়নি। অর্থনৈতিক সংকট কাটাতে আমরা টাকা ছাপাচ্ছি না। গত ১৫ বছর ধরে দুর্বৃত্তায়নের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। কেনো আর্থিক প্রতিষ্ঠান যেন বন্ধ না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছি।

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, পাচার হওয়া অর্থ দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলছে। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ট্রেজারি ও জাস্টিস ডিপার্টমেন্টের প্রতিনিধিরা বাংলাদেশে আসবেন।

তিনি আরও বলেন, উন্নত দেশে ১২ মাসের নিচে মূল্যস্ফীতি কমানো যায়নি। এখানেও আরও ৮ মাস দিতে হবে। এরইমধ্যে খাদ্য বহির্ভূত পণ্যের দাম কমতে শুরু করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, বাংলাদেশে যে পরিমাণ ব্যাংকের শাখা আছে, বিশ্বের অন্য কোথাও তা নেই। ডিজিটাল ব্যাংকের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি আরও বাড়বে। চলমান বাস্তবতায় দ্রুত বিনিয়োগ বাড়ানো কোনোভাবেই সম্ভব নয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply