সেনসিটিভ দাতের সুরক্ষায় ‘সেনসোডাইন কমপ্লিট প্রটেকশন প্লাস’

|

সেনসিটিভ দাঁতের সুরক্ষায় দেশের প্রথম এবং একমাত্র মাউথওয়াশ ‘সেনসোডাইন কমপ্লিট প্রটেকশন প্লাস’। এটি একইসঙ্গে দাঁতের ক্যাভিটি এবং এনামেলের সুরক্ষা দিবে।

মাউথওয়াশটি দৈনিত দাঁত ব্রাশের রুটিনের পরিপূরক হিসেবে কাজ করবে যা মুখগহ্বরের আরও বেশি জায়গায় পৌঁছে সামগ্রিক ওরাল হেলথ সুরক্ষা নিশ্চিত করবে। অ্যালকোহল বিহীন হওয়ায় এই মাউথওয়াশ ব্যবহারে কোনো জ্বালাপোড়ার অনুভূতি হবে না। এটি ব্যবহারে কমবে দাঁতে দাগ পড়ার ঝুঁকি।

‘সেনসোডাইন কমপ্লিট প্রটেকশন প্লাস’ মাউথওয়াশটি ১০০ এবং ২৫০ মিলির দুইটি প্যাকে বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply