পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে নিয়োগ দিতে পারেন ট্রাম্প

|

যুক্তরাষ্ট্রের সিনেটর মার্কো রুবিওকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর দেশটির প্রথম লাতিনো শীর্ষ কূটনীতিক হিসেবে নিযুক্ত হবেন এই রাজনীতিবিদ। মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার সংক্ষিপ্ত তালিকায় সম্ভবত সবচেয়ে কঠোর পররাষ্ট্রনীতি সমর্থনকারী প্রার্থী ছিলেন রুবিও। চীন, রাশিয়া, ইরান, কিউবার মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ব্যাপারে ট্রাম্পের আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির পক্ষে মার্কো রুবিওকে সব সময় অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে, তাকে চীন, ইরান এবং কিউবাসহ আমেরিকার ভূ-রাজনৈতিক শত্রুদের ক্ষেত্রে পেশীবহুল বৈদেশিক নীতির পক্ষে কথা বলতে দেখা গেছে।

তবে গত কয়েক বছরে, তিনি তার কিছু অবস্থানকে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্য করেছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্টদের ব্যয়বহুল ও অকার্যকর যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য অভিযুক্ত করেন। সেই সাথে একটি সংযত পররাষ্ট্রনীতির কথা বলে আসছেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply