উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে বিক্ষোভ

|

গাইবান্ধা করেসপনডেন্ট:

আঞ্চলিক বৈষম্য নিরসনে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা পরিষদে সদস্য অন্তর্ভুক্তিসহ ৩ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ। কিন্তু বারবার বৈষম্যের শিকার হয়েছে রংপুর বিভাগ। উন্নয়ন থেকেও পিছিয়ে পড়েছে রংপুর বিভাগীয় শহরসহ বিভিন্ন জেলা। 

উপদেষ্টা পরিষদ নিয়োগে বৈষম্য হয়েছে অভিযোগ করে বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গের কেউ নেই। এ ধরনের বৈষম্য বন্ধ করে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে ৪ জনকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তির পাশাপাশি ৩ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে রংপুর-ঢাকা মহাসড়ক ছাড়াও সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ ও হরতালের ডাকসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। 

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply