গার্মেন্টস শ্রমিক সান্ত্বনা হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল

|

গার্মেন্টস শ্রমিক সান্ত্বনা হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সান্ত্বনা একজন গার্মেন্টস কর্মী হওয়ায় তা নিয়ে কারো মাথাব্যথা নেই। তার পরিচয় জানার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্ক অবস্থায় থাকলেও এখন তাদের সতর্কতায় ঢিল পড়েছে। কিন্তু স্বান্তনা একজন শিক্ষার্থী হলে দেশ অচল হয়ে যেত। এ সময় নিহতের শ্রেণি পরিচয় নিয়ে বৈষম্য মেনে নেয়া হবে না বলেও জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। এটিকে বন্ধ করতে হবে। আগের শাসকদের মত অন্তর্বর্তী সরকারও নারী নির্যাতন বন্ধে পদক্ষেপ নিচ্ছে না। এ সময় বক্তারা এমন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে স্পেশাল ভিক্টিম ইউনিট গঠনের দাবি জানান। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান তারা।

প্রসঙ্গত, গতকাল সোমবার রাতে সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকা থেকে সান্ত্বনা বেগম নামে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই নারীর স্বামী নয়ন মিয়াকে আটক করা হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply