মেডিকেল প্রতিবেদক:
চাকরির খোঁজে ঢাকায় এসে কুড়িল বিশ্বরোডে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সাব্বির হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সাব্বির হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার রামপুর গ্রামে। সে একই এলাকার আবুল হোসেনের ছেলে।
আহতাবস্থায় সাব্বিরকে হাসপাতালে নিয়ে আসা হোসাইন নামের এক আত্মীয় জানান, টাঙ্গাইলের কালিহাতী থেকে চাকরির কাজে ঢাকায় আসেন সাব্বির। কুড়িল বিশ্বরোড দিয়ে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।
/এমএইচ
Leave a reply