ইনজুরিতে ছিটকে গেলেন লিসান্দ্রো মার্টিনেজ

|

ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন লিসান্দ্রো মার্টিনেজ। দলে ডাক পেলেও আর্জেন্টিনার জার্সিতে খেলা হচ্ছে না তার। তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ১৫ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তিতে জানায়, প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে চোটে পড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার।

উল্লেখ্য, চলতি বছর আর্জেন্টিনার খেলা ১৪ ম্যাচের ১০টিতেই মাঠে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। ২০১৯ সালে অভিষেকের পর সব মিলিয়ে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ২৬ ম্যাচ। তবে ইনজুরিতে ১৫ নভেম্বর প্যারাগুয়ে ও ২০ নভেম্বর পেরুর বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ মিস করবেন এই তারকা।

অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply