আপিল খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপি নেতা ডা. জাহিদ

|

দুর্নীতি ও ফৌজদারি মামলায় বিচারিক আদালতে ২ বছরের বেশি দণ্ডপ্রাপ্ত হলে কেউ নিবাচনে অংশ নিতে পারবে না- হাইকোর্টের এমন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

এদিকে বিএনপি নেতা ডা. জাহিদের সাজা স্থগিতের আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আপিল বিষয়ে নো-অর্ডার দিয়েছেন আপিল বিভাগ। ফলে হাইকোর্টের দেয়া গতকালের আদেশই বহাল রইলো।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সাত সদস্যের আপিল বিভাগ আজ বুধবার সকালে এ আদেশ দেন।

দুর্নীতি মামলায় দণ্ডিত ডা. জাহিদের আবেদন খারিজ হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আর থাকলো না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply