জাতীয় সংসদকে আর হাসি-ঠাট্টার স্থানে পরিণত না করার আহ্বান জাকের পার্টির মহাসচিবের

|

জামালপুর করেসপনডেন্ট:

জাকের পার্টির মহসচিব শামীম হায়দার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচেন দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্বকে খুঁজে বের করে এনে তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে জামালপুরে জাকের পার্টির জেলা, পৌরসভার, ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় সাংগঠনিক সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদকে আর হাসি-ঠাট্টার স্থানে পরিণত যেন না করা হয়। বাংলাদেশকে সার্কসহ প্রতিবেশি দেশ ও সারা বিশ্বে উন্নত অগ্রগতিশীল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দ্বায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, দলের জেলা সভাপতি মো. শাজাহান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply