স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশভর্তি একটি গাড়ির সাথে ধাক্কা লেগে মোটসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার সাজোরদিঘী ফজরগঞ্জ এলাকার আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২০) ও রফিকুল ইসলামের ছেলে শাহাদত (১৮)।
এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যায় জোরদিঘী বাজার এলাকা থেকে সাগরদিঘী বাজারের উদ্দেশ্যে রওনা দেন তারা। পথিমধ্যে বাঁশবাহী একটি গাড়ী ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম।
/আরএইচ
Leave a reply