রাজবাড়ী করেসপনডেন্ট:
রাজবাড়ীতে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ী পৌর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ।
এর আগে, বুধবার ছাত্রলীগের সাবেক নেতা তানভীর হত্যার ঘটনায় তার মামা আলম শেখ বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে পৌর শহরের বিনোদপুর মন্দিরের পাশে তানভীরকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ শরীফ আল রাজীব জানান, তানভীর হত্যার ঘটনায় এখন পর্যন্ত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
/আরএইচ
Leave a reply