সঠিক চিকিৎসার দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু) সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গণঅভ্যুত্থানে আহতরা। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কেই অবস্থান করছেন তারা।
এর আগে, বুধবার রাত ১০টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন খুরশিদকে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আল্টিমেটাম দেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, এই চার উপদেষ্টার মধ্যে তিনজনই ঢাকার বাহিরে অবস্থান করছেন। তাই আগামীকাল বৃহস্পতিবার দুপুরের আগে তারা আসতে পারছেন না। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান আসার কথা বললেও বিক্ষোভকারীরা তা মানেননি।
প্রসঙ্গত, আজ বুধবার সকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় প্রটোকলে থাকা এক ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেয়ার অভিযোগ ওঠে। এছাড়া জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ার অভিযোগও তোলেন অনেকে। পরে তাদের তোপের মুখে দ্রুত হাসপাতাল ছাড়ার চেষ্টা করেন স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার।
এ সময় বিক্ষোভকারীরা তাদের গাড়ি ঘিরে ধরলে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সহযোগিতায় তারা হাসপাতাল ছাড়েন। এরপর হাসপাতালের গেট বন্ধ করে রাস্তায় অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এতে আশপাশের এলাকায় যানজট দেখা দেয়।
/আরএইচ/
Leave a reply