ব্রাজিলে সুপ্রিম কোর্টের বাইরে মিলেছে বিস্ফোরকসহ একটি মরদেহ। নিহত ব্যক্তি আত্মঘাতী হামলার চেষ্টা চালিয়েছে বলে ধারণা পুলিশের। তথ্য বার্তা সংস্থা রয়টার্সের।
কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার আদালত প্রাঙ্গনের কাছে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত খালি করে ফেলা হয় আদালত ভবন। একজনের মৃত্যুর খবর পেয়ে উদ্ধার করে পুলিশ। মরদেহের শরীরেই পাওয়া যায় শক্তিশালী বিস্ফোরক ডিভাইস।
রাজধানীর কেন্দ্রে স্পর্শকাতর এলাকায় এমন ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা বিভাগ। বিস্ফোরণের কিছুক্ষণ আগেই এলাকা ছেড়ে যান প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। প্রেসিডেন্টের বাসভবন ও ব্রাজিলের পার্লামেন্টের অবস্থানও একই এলাকায়।
উল্লেখ্য, এ ঘটনার ৫ দিন আগেই রিও ডি জেনিরোয় জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দেন বিভিন্ন দেশের নেতারা।
/এএম
Leave a reply