দেশসেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর তার পরিবারের পাশে দাঁড়ান এই ক্রিকেটার। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জিয়াউর রহমানের স্ত্রীর হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন তিনি।
জিয়ার সন্তান ফিদে মাস্টার তাহসিন তাজওয়ারের পড়াশুনা ও দাবা খেলা চালানোর জন্য তাগিদ দেন তামিম। সেই সাথে যেকোনো প্রয়োজনে সহায়তার আশ্বাসও দেন সাবেক টাইগার অধিনায়ক। ক্রীড়াঙ্গনের বিভিন্ন জায়গা থেকে জিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। তবে তামিমের মতো তাহসিনের উজ্জ্বল ভবিষ্যতে সারথি হতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।
উল্লেখ্য, গত পাঁচ জুলাই জাতীয় দাবা প্রতিযোগিতায় গ্রান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন জিয়া, পরে হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি।
/এসআইএন
Leave a reply