গণঅভ্যুত্থানে আহতদের আন্দোলনের অর্থ দেশ সংকটের পথে: মান্না

|

ফাইল ছবি।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে গণভ্যুত্থানের আহতদের আন্দোলনের অর্থ দেশ বড় ধরণের সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মান্না বলেন, কাদের পরামর্শে মোস্তফা সরওয়ার ফারকী ও শেখ বশিরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তার জবাব দিচ্ছে না সরকার। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রয়োজন। এ সময় নির্বাচন উপযোগী কার্যক্রম শুরু করার আহ্বানও জানান তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, গণঅভ্যুত্থানের আহতদের আন্দোলন জনগণকে ব্যথিত করেছে ৷ মৌলিক চাহিদা মেটাতে পারছে না সরকার। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনও কার্যক্রম চোখে পড়ছে না। এ সময় উপদেষ্টাদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply