নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে গণভ্যুত্থানের আহতদের আন্দোলনের অর্থ দেশ বড় ধরণের সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মান্না বলেন, কাদের পরামর্শে মোস্তফা সরওয়ার ফারকী ও শেখ বশিরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তার জবাব দিচ্ছে না সরকার। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রয়োজন। এ সময় নির্বাচন উপযোগী কার্যক্রম শুরু করার আহ্বানও জানান তিনি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, গণঅভ্যুত্থানের আহতদের আন্দোলন জনগণকে ব্যথিত করেছে ৷ মৌলিক চাহিদা মেটাতে পারছে না সরকার। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনও কার্যক্রম চোখে পড়ছে না। এ সময় উপদেষ্টাদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।
/আরএইচ
Leave a reply