আওয়ামী লীগকে পুনর্বাসনে দলগুলো যে পলিটিক্যাল সেটেলমেন্টে গেছে, তার বিরুদ্ধে ব্যালট বিপ্লবের প্রস্তুতি নিতে তরুণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তিনি।
নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ ও রাজতন্ত্রের কবর রচিত হবে। ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনের ভেতরে থেকে আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা করছে।
অবিলম্বে পুলিশ, র্যাব, প্রশাসন ও বিভিন্ন বাহিনীতে যারা ঘাপটি মেরে আছে, তাদের চিহ্নিত করার তাগিদ আসে সমাবেশ থেকে। এ সময় আহত ও শহীদ পরিবারগুলোতে দ্রুত পুনর্বাসনের দাবিও জানায় জাতীয় নাগরিক কমিটি।
/এমএন
Leave a reply