আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ: সাকী

|

বিদেশি শক্তিকে ভুল বুঝিয়ে, আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমাবেশে এ অভিযোগ তোলেন দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী।

সাকী বলেন, ট্রাম্পের পোস্টার নিয়ে মিছিল করে ক্ষমতায় ফেরা যাবে না। তিনি জানান, ফ্যাসিবাদকে বাংলার জনগণ আর কখনও মেনে নিবে না। দেশে যাতে আর কখনও ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে; তার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ভারতকে কোনো রাজনৈতিক দলের দোসরের ভূমিকায় দেখতে চায় না বাংলার মানুষ। এমনটাও মন্তব্য করেন সাকী। প্রতিবেশীদের প্রতি বাংলাদেশিদের মনোভাব বোঝার আহ্বান জানান তিনি।

এসময়, অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুর্বলতারও সমালোচনা করেন জোনায়েদ সাকী। দ্রব্যমূল্য কমাতে, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিসহ আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তোলা হয় সমাবেশে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply