পরিবর্তন এসেছে ফিফা ক্লাব বিশ্বকাপের যাবতীয় সবকিছুতেই। নির্ধারিত দলের সংখ্যার পাশাপাশি সূচি, ট্রফি ও আয়োজনের ক্ষেত্রে আগের আসরগুলোর তুলনায় এর ব্যপ্তি বেড়েছে বহুগুণ। আগের আসরগুলোতে প্রতিটা কনফেডারেশনের চ্যাম্পিয়নদের সাথে আয়োজক দেশের লিগ চ্যাম্পিয়নকে সাথে নিয়ে মাঠে গড়াতো ফিফা ক্লাব বিশ্বকাপ। এবার সেই রীতির পরিবর্তন ঘটেছে। দলের সংখ্যা বেড়েছে, নতুন ট্রফি এসেছে। ফিফা কনফেডারেশন কাপ বিলুপ্ত হওয়ায় বিশ্বকাপের আগের বছর স্বাগতিক দেশে বসছে ফিফা ক্লাব বিশ্বকাপের আসর যা বিশ্বকাপের ভেন্যুগুলোতে খেলার রেশকে আরও ঝালিয়ে নেয়ার মোক্ষম এক উপলক্ষও বটে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ফিফার অফিসিয়াল ফেসবুক পেইজে উন্মোচন করা হয় নতুন ডিজাইন সম্বলিত ট্রফি। আধুনিক ডিজাইন, নান্দনিকতা, এবং বৈশ্বিক ঐক্য এই তিন বিষয়কে উপজীব্য করে তৈরি করা হয়েছে দৃষ্টি নন্দন ট্রফিটি। এটি প্রস্তুত করেছে বিশ্বখ্যাত জুয়েলারি ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোং।
স্বর্ণে মোড়ানো পৃথিবী আকৃতির ট্রফিটিতে ফিফার ২১১ সহযোগী দেশের নাম খোদাই করা আছে, যা বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের ঐক্যের প্রতীক। ব্যবহার করা হয়েছে বিশ্বের ১৩টি ভাষা। এর ফলে ট্রফিটির সর্বজনীনতাকে ফুটিয়ে তুলেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপের নতুন আসর। প্রথমবারের মত যেখানে অংশ নেবে ৫ মহাদেশের ৩২ ক্লাব। ১১ শহরের ১২ ভেন্যুতে হবে ম্যাচ গুলো। ১২ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। পরের বছর দেশটি বিশ্বকাপের সহ-আয়োজক।
/এমএইচআর
Leave a reply