খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের মনোনয়ন পত্র জমা

|

একাদশ জাতীয় নির্বাচনে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বগুড়া-৬ আসনে বিকল্প প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে আজ বিকেলে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়া হয়। এরআগে  খালেদা জিয়ার মনোনয়নপত্র এই আসনে জমা দেয়া হয়। সাথে এখন মির্জা ফখরুলের মনোনয়ন পত্রও জমা দেয়া হলো।

বগুড়া-৬ আসন থেকে এর আগে খালেদা জিয়া টানা তিনবার (৯৬, ২০০১ এবং ২০০৮) এমপি নির্বাচিত হয়েছিলেন। এবারও তার নামে দলীয় মনোনয়ন কেনা হয়েছিল এই আসনসহ ফেনী ও বগুড়ার আরো দুটি আসনে।

তবে ২ বছরের বেশি দণ্ডপ্রাপ্ত কারো পক্ষে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই- গতকাল উচ্চ আদালতের এমন আদেশের পর খালেদা জিয়ার বদলে অন্যদেরকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিএনপি। সে অনুযায়ী মির্জা ফখরুল বগুড়া-৬ আসনে এবং দলের সিনিয়র নেতা আব্দুল আউয়াল মিন্টু ফেনী-১ আসনে নির্বাচন করবেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজই মনোনয়ন জমা দেয়ার শেষ দিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply