শব্দ ও বায়ুদূষণসহ প্রকৃতি রক্ষায় মন্ত্রণালয়ের সাথে স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের যুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়জিত ডিআরএমসি ৩য় জাতীয় প্রকৃতি উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, প্রকৃতিকে সবুজ করাসহ দূষণরোধে সরকার কাজ শুরু করেছে। পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড়ের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। এ সময় প্রকৃতি রক্ষায় ভূমিকা রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, আমাদের জীবনধারাকে বদলাতে হবে। ভোগবাদী মানসিকতাকে পরিবর্তন করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করা যাবে না।
পরে ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সৈয়দা রিজওয়ানা হাসান।
/আরএইচ
Leave a reply