আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আজ মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন হলেও তিনি মনোনয়ন পত্র জমা দেন নি।
মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল-৫ থেকে বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন। কিন্তু দল থেকে তাকে বরিশাল-২ আসনের জন্য মনোনয়ন দেয়।
এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তারা আমাদের জাতীয়তাবাদী শক্তির মূল অনুপ্রেরণার উৎস, উজ্জীবনি শক্তি তারাই সে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে আমিও সে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী নই। এই জন্যই আমি মনোনয়ন পত্র দাখিল করেনি।
যমুনা টেলিভিশনের সন্ধ্যা কালীন টকশো ‘রাজনীতি’ তে তিনি এ কথা জানান।
Leave a reply