অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের বিকল্প নেই: সাকি

|

ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলা বাংলা একাডেমিতে ভয়েস ফর রিফর্ম-এর আয়োজনে মেরামত আলাপ-২-এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, ৭২ সংবিধানে প্রধানমন্ত্রীকে অপরিসীম ক্ষমতা দেয়া হয়েছে পাশাপাশি কোন জবাবদিহিতার জায়গা নেই। ফলে সংবিধান সংশোধন জরুরি মনে করেন তিনি।

এ সময় রাষ্ট্রবিজ্ঞানী রণক জাহান বলেন, ৭২ এর সংবিধানের ক্ষেত্রে সবাই ঐক্যমত্য ছিল। বর্তমানে সেই ঐক্যমত নেই। কোনো আইন বা সংবিধান স্বৈরাচার শাসক জন্ম দেয় না বলে মন্তব্য করেন তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply