সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, অর্ন্তবর্তী সরকারের কাছে জামায়াতের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে। সংস্কার শেষে নির্বাচনের উপযুক্ত পরিবেশ পাওয়া যাবে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখার আয়োজনে এক শিক্ষক সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রশাসনের ভেতর অধিকাংশ পতিত সরকারের দোসররা রয়েছে। দূষিত প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এজন্য অর্ন্তবর্তী সরকার প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে। আগামী নির্বাচনে আদর্শের ভিত্তিতে ইসলামী দলগুলোর সাথে জামায়াতে ইসলামীর জোট হবে।
তিনি বলেন, অর্ন্তবর্তীকালীন সরকার সাধ্যমতো চেষ্টা করছে, জামায়াত তাদের সহযোগিতা করছে। যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষ করে তারা নির্বাচনের ঘোষণা দেবেন বলেই প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে শিক্ষক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা। সম্মেলনে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন।
/এমএইচআর
Leave a reply