ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি আসনে যেসব প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনী আসনে  ৮৬  প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ও সহকারী রিটার্নি কর্মকর্র্তাদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম (আ.লীগ), এ.কে একরামুজ্জামান সুখেন (বিএনপি), মো. মঞ্জু মিয়া (ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ), মাওলানা আশরাফুল হক (ইসলামী ঐক্যজোট), মাওলানা হোসাইন আহমেদ (ইসলামী আন্দোলন), মো. ইসলাম উদ্দিন দুলাল ( বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) ও  সৈয়দ নজরুল ইসলাম (স্বতন্ত্র) মো. ফায়েজুল হক (বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেবি) ।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ২৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা (স্বতন্ত্র) শেখ মোহাম্মদ শামিম (বিএনপি),জামিলুল হক বকুল (জাতীয় পার্টি-জেপি), অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইঁয়া (জাতীয় পাটি), উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া (বিএনপি), আখতার হোসেন (বিএনপি), ব্যারিস্টার রুমিন ফারহানা (বিএনপি), মো. মঈন উদ্দিন মঈন (স্বতন্ত্র), মো. ছফিউল্লাহ (স্বতন্ত্র), শাহ মফিজ (গণফোরাম), আবু আসিফ আহমেদ (বিএনপি),আনিছুর রহমান (স্বতন্ত্র), মহিউদ্দিন মোল্লা (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. ঈসা খান ( বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি), অ্যাডভোকেট তানভির হোসেন কাউছার (স্বতন্ত্র), এস এন তরুণ দে (বিএনপি) এ্যাড. আশরাফ উদ্দিন মন্তু (স্বতন্ত্র), শাহজাহান আলম সাজু (স্বতন্ত্র), মাওলানা জুনায়েদ আল হাবিব (জমিয়তে ওলামায়ে ইসলাম), জহিরুল ইসলাম জুয়েল (জাকের পার্টি), তৈমুর রেজা মো. শাহজাদ (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডি),মোবারক হোসেন(বিএনপি),মো আহসান উদ্দিন খান (বিএনপি), মো. আনোয়ার হোসেন (বিএনপি), মো. জাকির হোসেন ( ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. মুখলেছুর রহমান (স্বতন্ত্র), মো. গিয়াস উদ্দিন (স্বতন্ত্র)  প্রমুখ ।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৬ প্রার্থী। তারা হলেন এই আসনে বর্তমান সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী (আ.লীগ), খালেদ হোসেন মাহবুব শ্যামল (বিএনপি), মাওলানা মুজিবুর রহমান হামিদী (বাংলাদেশ ফেলাফত আন্দোলন), সৈয়দ আনোয়ার আহম্মদ লিটন (বাংলাদেশ ইসলামী আন্দোলন), তৌফিকুল ইসলাম মিথিল (বিএনপি), শাহরিয়ার মো. ফিরোজ (বাংলাদেশ কমিউনিষ্ট পার্র্টি), মো. বশির উল্লাহ জুরু (স্বতন্ত্র), সৈয়দ মাহমুদুল হক আক্কাছ (বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ), আবদুল্লাহ আল হেলাল (জাতীয় পার্টি), জামাল রানা (স্বতন্ত্র), তারিকুর রৌফ (গণফোরাম), মো. বশির উল্লাহ জুরু (স্বতন্ত্র), মো. উমর ইউসূব খান (স্বতন্ত্র), মো. সেলিম কবির (জাকের পার্টি), মো. মাঈন উদ্দিন (স্বতন্ত্র), মো. আবু হানিফ (স্বতন্ত্র) মাওলানা জুনায়েদ আল হাবিব (জমিয়তে ওলামায়ে ইসলাম) প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছে ১০জন প্রার্থী। তারা হলেন বর্তমান সাংসদ ও আইনমন্ত্রী এ্যাড. আনিসুল হক (আ.লীগ), মুশফিকুর রহমান (বিএনপি), মুসলিম উদ্দিন (বিএনপি), নাসির উদ্দিন হাজারী (বিএনপি), আহম্মদ শাহ মোর্শেদ শাহীন (স্বতন্ত্র),  ফেরদৌস আক্তার (স্বতন্ত্র), তারেক এ আদেল (জাতীয় পার্টি), মো. দেলোয়ার হোসেন (ন্যাশনাল পিপল্স পার্টি), মো.শাহীন খান (বাংলাদেশ কমিনিষ্ট পার্টি)  প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৫ প্রার্থী। তারা হলেন কাজী মো. মামুনুর রশিদ (জাতীয় পার্টি), এবাদুল করীম বুলবুল (আ.লীগ), তকদীর হোসেন মো. জসীম (বিএনপি), সালাহ উদ্দিন ভুঁইয়া (বিএনপি), কাজী নাজমুল হোসেন তাপস (বিএনপি), সাবেক সংসদ সদস্য শাহ জিকরুল আহম্মেদ খোকন (জাসদ- ইনু), শাহীন খান (সিপিপি), মাওলানা মেহেদী হাসান (ইসলামী ঐক্যজোট), উসমান গনি রাসেল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), একে এম আশরাফুল আলম (বাংলাদেশ মুসলিম লীগ), সায়েদুল হক সাঈদ (স্বতন্ত্র), মো. তানভীর মনিরুল ইসলাম (বিকল্পধারা বাংলাদেশ)।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জমা দিয়েছেন ১০ প্রার্থী তারা হলেন বর্তমান সংসদ সদস্য ক্যাপ্টেন (অব) এ.বি তাজুল ইসলাম (আ.লীগ), সাবেক সংসদ সদস্য এম এ খালেক (বিএনপি), রফিক শিকদার (বিএনপি), মেহের্দী হাসান পলাশ (বিএনপি), অ্যাডভোকেট জিয়াউদ্দিন (বিএনপি), জেসমিন নূর (জাতীয় পার্টি) সৈয়দ মোহাম্মদ জামাল (বাংলাদেশ কমিউনিষ্ট পার্র্টি), কে.এম জাবির (স্বতন্ত্র), মো. রেজুয়ান ইসলাম খান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. কবির হোসেন (স্বতন্ত্র) প্রমুখ।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার ৬ টি আসনে ৯টি উপজেলায় সহকারী রিটার্নি কর্মকর্র্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ও সহকারী রিটার্নি কর্মকর্র্তাদের কাছে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২ডিসেম্বর মনোনয়নপত্রের বাছাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা হায়াত-উদ-দৌলা খান বুধবার রাতে জানান যে কেউ মনোনয়ন দাখিল করতে পারে। আমরা যাচাই ও বাছাই করে দেখব। তারপর চুড়ান্ত হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply