খালেদা জিয়ার বিকল্প প্রার্থী যারা

|

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি।

দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া নিয়ে অনিশ্চয়তার কারণে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনে বিকল্প হিসেবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দল।

খালেদা জিয়ার বগুড়া-৬ আসন থেকে মনোনয়ন পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া  পৌর সভার মেয়র একে এম মাহবুবর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাও মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ফেনী ১ আসনে  ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু ও উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদারকে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। যদিও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু কে মনোনয়ন দেয়া হলেও তিনি কোনো আসন থেকে মনোনয়ন পত্র জমা দেননি।

এদিকে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে দলীয় মনোনয়ন দেয়া হয়। এছাড়া গাবতলী উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম তালুকদারও মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply