বাদ জেসন গিলেস্পি, পাকিস্তানের নতুন কোচ হচ্ছেন আকিভ জাবেদ

|

পাকিস্তানের হেড কোচের পদ থেকে বাদ যাচ্ছেন জেসন গিলেস্পি। তাকে সরিয়ে দিয়ে তিন ফরম্যাটে পাকিস্তানের নতুন হেড কোচ হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার আকিভ জাভেদ। তিনি বর্তমানে নির্বাচক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাকিস্তানের কোচের পদে পরিবর্তনের খবরটি দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৮ নভেম্বর) সকালের দিকেই গিলেস্পির ছাঁটাই এবং নতুন কোচ হিসেবে আকিব জাভেদের নিয়োগের ঘোষণা দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে সফরকারী পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তান ২-০ ব্যবধানে সিরিজ হেরে গেছে। এই ম্যাচ দিয়েই পাকিস্তানের কোচ হিসেবে গিলেস্পির সংক্ষিপ্ত মেয়াদকাল শেষ হচ্ছে।

উল্লেখ্য, গত এপ্রিলে জেসন গিলেস্পিকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান। তার অধীনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এর আগে, গত অক্টোবরে ওয়ানডে দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে গিলেস্পির নাম ঘোষণা করে পিসিবি।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply