দিনাজপুরে ঘন কুয়াশার সাথে নেমেছে শীত

|

অগ্রহায়ণের শুরু থেকেই গ্রাম বাংলায় শীতের আবহ। দিনাজপুরে এরই মধ্যে শীত পড়তে শুরু করেছে। রাত থেকে ভোর পর্যন্ত ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়। নেমেছে তাপমাত্রার পারদ। তবে রাতের চেয়ে ভোরের দিকেই ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।

কুয়াশার চাদর মুড়ে নামতে শুরু করেছে শীত। ভোরের আলো ফুটতেই মিলিয়ে যাচ্ছে শিশির কণায়। যেন সবুজ ঘাসে ভেসে উঠেছে মুক্তো দানা।

হিমালয় কন্যার কাছাকাছি হওয়ায় অন্যান্য জেলার চেয়ে কিছুটা আগেভাগেই শীতের অনুভূতি পায় দিনাজপুরের মানুষ। যে কারণে অগ্রহায়ণের শুরুতেই শীত পড়তে শুরু করেছে জেলাজুড়ে। যার প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনেও। রাত ছাড়াও দিনের অনেকটা সময়ই যানবাহন চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আর কয়েকদিন পর থেকেই বাড়তে থাকবে শীতের তীব্রতা। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। হালকা শীতে গরম পোশাকের প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply