পাকিস্তানে কোচ নিয়ে নাটকীয়তার রেশ যেন কাটছেই না। রোববার (১৭ নভেম্বর) খবর ছড়িয়ে পড়ে বর্তমান টেস্ট কোচ জেসন গিলেস্পির জায়গায় দায়িত্ব দেয়া হচ্ছে আকিব জাভেদকে। এর রেশ না কাটতেই নতুন খবর, গিলেস্পিই থাকছেন বাবর-শাহিনদের দায়িত্বে। অবশ্য এই খবর দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড যাতে ছড়িয়ে পড়া ভুল খবরটিতে কেউ বিভ্রান্ত না হয়। প্রোটিয়াদের বিপক্ষে পরের সিরিজেও কোচের দায়িত্বে থাকছেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার
পাকিস্তানের টেস্ট দলের কোচ হিসেবে গিলেস্পির সঙ্গে পিসিবির চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু গত কিছুদিন ধরেই পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতে থাকে, তাকে আর দায়িত্বে রাখছে না বোর্ড। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো রোববার জানায়, গিলেস্পির জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে আকিব জাভেদকে।
সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদ এখন পাকিস্তানের নির্বাচক কমিটির সদস্য। আগামী সোমবারই তাকে কোচ ঘোষণা করা হতে পারে বলে জানায় ইএসপিএনক্রিকইনফো। গ্যারি কার্স্টেন সাদা দলের দলের দায়িত্ব ছাড়ার পর সেখানে আকিবের নাম শোনা যাচ্ছিলো আগে থেকেই।
উল্লেখ্য, কিছুদিন আগে আকিব জাভেদকে নির্বাচক কমিটিতে আনার পর থেকেই গিলেস্পির সঙ্গে বোর্ডের টানাপোড়েন শুরু। দল নির্বাচন থেকে বিভিন্ন ক্ষেত্রে কোচের ক্ষমতা কমিয়ে একদম সীমিত করা হয়।
/এমএইচআর
Leave a reply