জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের দুই’টি আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ জাকির হোসেনের নিকট এই মনোনয়ন পত্র জমা জমা দেন।
জয়পুরহাট-১ আসনে যারা মনোনয়ন জমা দিয়েছেন- আওয়ামী লীগের একক প্রার্থী এ্যাডভোকেট সামছুল আলম দুদু, বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফজলুর রহমান, ফয়সাল আলীম, মমতাজ উদ্দীন মন্ডল, জাতীয় পার্টির প্রার্থী আ,স,ম মোকতাদীর তিতাস, বাম গণতান্ত্রিক জোটের- বাসদ থেকে অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের দেওয়ান জহুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জামায়াতের আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ ও একমাত্র স্বতন্ত্র মহিলা প্রার্থী আলেয়া বেগম।
জয়পুরহাট ২আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিএনপির সাবেক সংসদ সদস্য ও হুইপ এ,ই,এম খলিলুর রহমান, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জাতীয় পাটির আবুল কাশেম রিপন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আঃ বারী, জাসদের আবুল খায়ের, বাম গণতান্ত্রিক জোট বাসদের শাহজামান তালুকদারসহ দুই আসন মিলে মোট ১৬ জন প্রার্থী।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস হোসেন, নির্বাচন অফিসার জেবুন্নেছা সাম্মিসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
Leave a reply